সফর অনেক দূরের হলেও
বাতিল করা যায় না যাত্রা
চলবো জোরে, সেটাও হয় না
স্থির হয়ে আছে গতির মাত্রা|


চলবে তুমি ঠিক তেমনই
যেমন আমায় চলতে হবে
অরুন বরুন থাকবে সাথে
তারাই শেষে বিদায় দেবে|


যাত্রার শুরু হলেই চলা
চলতেই হবে শেষ পর্য্যন্ত
অজান্তে এই ঘটনার শুরু
পৌঁছতে হবে যেথায় অন্ত|


সফর আমার, সফর তোমার
কার কি মেয়াদ, এই সফরের!
মেয়াদ ভিন্ন, সব্বাই জানে
এ সব ভাবনা, হয় না সাধের|


এই যে সফর, সেটাই জীবন
মানতেই হবে, রহস্যময়
অনেক, ভালবেসেই জীবন
চলার পথে, আসে সংশয়|


সফর দূরের, মানছি আমি
অজানা সেই, দূরের বিন্দু
কিন্তু সে দূর, সীমার মধ্যে
হবেই না তো, অসীম সিন্ধু|


যত প্রাণ, ঠিক ততই সফর
সফরের শেষ, প্রাণের অন্তে
ধ্রুব সত্যের মত এ নিয়ম
পারবে কি, এর গঠন জানতে!


একটা সফর, একটা জীবন