একটাও যদি না দেখি স্বপ্ন
হয়ে কি যাবই আমি অনন্য!


চোখ মেলে দিয়ে দেখব আকাশ
ভূমির উপরে দূর্বা ও ঘাস|


দেখব নিশীথে জ্বলছে জোনাকী
হুম-না হুম-না চলছে  পাল্কী|


উঁই এর ঢিবিতে ফেলব নজর
কারিগরিতার করব কদর|


দেখব ঝরছে বৃষ্টির ধারা
সবুজের হিন্দোলে হবে হারা|


দেখব গতির সহস্র রূপ
যানবাহনের রূপ অপরূপ|


দেখতেই পারি ঊষার কিরণ
লালের আভায় রাঙানো ভূবন|


ধাবমান সূর্যের নানা রূপ
কোমল কঠিন রকমারি ধূপ|


দেখব পুঁথিতে কালো অক্ষর
কাহিনীর মাঝে ভরা অবসর|


দেখব খুশীতে ঘন অরণ্য
দেখে দেখে, দেখা হবে অনন্য|


কত যে দেখার, তার নেই শেষ
দেখব বিবিধ রকমারি বেশ|


স্বপ্ন দেখার করব না আশা
ত্যাগ করব না দেখবার নেশা|


দেখব বলেই জন্মেছি নাকি!
দেখা ছাড়া, কত কাজ তো করছি|


কিন্তু দেখা তো, সব কাজ জুড়ে
স্বপ্ন দেখা কি কাজের ভিতরে!


শত শত নব নব নির্মাণ
দেখলেই হয় তার সন্মান|


ভাবব না আমি, দেখতে হবেই
দৃষ্টিতে কিছু, ধরা তো দেবেই|


যেতে পারি দূরে দেখার জন্য
দেখা হবে নাকি একটা পণ্য!


স্বপ্ন আসবে, সে তো জানা কথা
দেখব, ভুলব, নেই মাথা ব্যথা|