//একটি জীবনে, এক দীপ হোক শ্রেষ্ঠ//


লক্ষ প্রদীপ জ্বালাব না আমি
আসলে, জ্বালাতে পারব না আমি
একটি প্রদীপ জ্বালাবই জ্বালাব
সাধ্যে যা আছে, করবই করব।


প্রত্যেকে জ্বালালেই এক দীপ
জ্বলে তো যাবেই লক্ষ প্রদীপ
কেন আমি একা নেব সেই ভার!
ভূবন যে নয়, আমার একার।


লক্ষ প্রদীপ জ্বালানোর ছিল বাসনা
চেষ্টাতে গিয়ে বুঝেছি, এ ভুল কামনা।


এক দীপ, আমি জ্বালাতে হয়েছি সক্ষম
নিজেই দিচ্ছি বাহবা নিজেকে অবিরাম।


যদি না হতাম সক্ষম, দীপ জ্বালাতে
তা হলেও, আলো কমত না এই ধরাতে।


আলোর জন্য, জ্বালাইনি আমি দীপ
প্রদীপ জ্বালানো, মানবিকতার প্রতীক।


ঘরে ঘরে জ্বলে, প্রত্যহ অগুনিত দ্বীপ
জ্বলে অসংখ্য ধার্মিক স্থানে নিশ্চিত
না জ্বালিয়েও, জ্বলে ওঠে কত দ্বীপ
ক্ষমাশীল মনে, সেই দ্বীপ আনে জিত।


একটি জীবনে, এক দীপ হোক শ্রেষ্ঠ
জীবনটা হোক কাঁচের মতন স্পষ্ট।


সুবীর সেনগুপ্ত