ধরা দিতে চাই, কেউ তো ধরে না
ধরতেও চাই, ধরতে পারি না
কোনো পাশে কেউ ফেলছে না শ্বাস
তাড়িয়ে দিয়েছি সব বিশ্বাস|


যৌবন মেতে ছিল দরকারে
সে সময় ধরেছিল বারেবারে
ধরা দিয়েছিল এক আধবার
সে সব বাঁধেনি, গড়েনি আকার|


অনেকেই চায় ধরতে আমায়
ধরতে দিয়েছি, সে সব কোথায়!
আলগা বাঁধন, গিঁঠ গেছে খুলে
দল ছাড়া হয়ে, সব গেছি ভুলে|


স্তব্ধ গতিতে গিয়েছে সময়
করে দিয়ে গেছে কামনার ক্ষয়
কমেছে, কিন্তু শূন্য হয় নি
ধরা দিতে পারি, ইচ্ছা যায় নি|


আজকেও আছে ধরার বাসনা
কেউ যে আজকে অভয় দেয় না
দেবেই বা কেন! যৌবন নেই
তারা তো জানে না, মনটা তাজাই|


অনুভব, যেটা ছিল যৌবনে
সে সব আর নেই, অন্তঃকরণে
আজকের, অনুভূতি যে অন্য
ধরা দিতে আর, হই না বন্য|


প্রৌঢ় হলেও, শরীর কি নেই!
কেন ধরব না! ভাবনাটা তাই
জানতে চাই না, কে ধরতে চায়
এসে ধরুকনা, ভাববই ন্যায়|


ধরব ছাড়ব, এই ধারা ভুল
ভুলটা জেনেছি, চাই আমি কূল
একবার ধরা, আর ধরা দেওয়া
সবচেয়ে, উত্তম এই চাওয়া|

এসে ধরুক না, ভাববই ন্যায়|