ভালবাসা যদি ভালো নয়, তবে তাই হোক
আমি তো মাতব ভালবাসাতেই
যতই রাঙাও চোখ|
জন্ম তো হয়, তারপরে চাই বাঁচতে
উভয়ের সাথে জোড়া ভালবাসা
পারি কি এ কথা মানতে!
প্রাণ হলে, ভালবাসা আসবেই জীবনে
প্রাণের মূল্য ভালবাসাতেই
বোঝা যায় প্রতিফলনে|
শুধু ভালবাসা বাঁচিয়ে রাখে না প্রাণ
আরও কিছু লাগে, মানি নিশ্চিত
আহার ও বাসস্থান|
যদি ভালবাসি, ভালবাসা ফুটে উঠবে
এক গোছা ফুল দিলেই কি আর
ভালবাসা ছুটে আসবে!
ভালবাসতেও আছে কান্নার স্থান
অবোধ শিশুর মত সে কান্না
নিষ্পাপ অভিমান|
ভালবাসা পাবে ঘুম ভাঙানোর গানে
পাবে অভাবের সংসারে, আর
ভাঙাচোরা দর্পনে|
দ্যাখোনা চেয়েই ফুল ফল লতাপাতা
ভালবাসা আছে সব জুড়ে জুড়ে
এই প্রকৃতিই দাতা|
ভালবাসা ভালো, আমার এ মন বলে
আমার মতন আছে অনেকেই
এস ভালবাসা দলে|