নগ্ন শরীর ভগ্ন হৃদয়ে
অগুণিত পরিহাস সহে সহে
শ্বাস প্রশ্বাস রেখেছে জড়িয়ে
বেঁচে থাকবার আশাটা ছাড়তে পারেনি
এতো মোহময় কেন এ জীবন! ভাবেনি|


চালচুলো নেই, নেই সংসার
প্রাণ আছে, নেই, কোনো অধিকার
জীবনের মানে শুধুই খাবার
চতুর্দিকের চকমক শুধু বেমানান
বেঁচে থাকাটাই তাদের মান ও সন্মান|


তারা নাগরিক এই পৃথিবীর
শহরের মাঝে তাদের শিবির
মতামত নিয়ে হয় না অধীর
পাতে পেতে চায় ব্যাস কিছু কিছু খাদ্য
চেয়ে চেয়ে খায়, দিতেও করেনা বাধ্য|


তারিখ জানেনা, জানেনাও দিন
সময়ের সাথে পরিচয় ক্ষীণ
যাযাবর হতে হয় প্রতিদিন
খুঁজতেই থাকে কোথায় ছড়ানো অন্ন
তাদের জীবন হয় না কখনো ভিন্ন|


সংসার নেই, তাও কিছু গড়ে
গড়ে পরিবার, নগরে শহরে
কার স্বপ্নকে রাখতেই ধরে!
সহবাস, সে তো এই শরীরের ধর্ম
কি করার আছে, এটাই মুখ্য কর্ম|


তারা জোড়ে না তো কোনো পেশাতেই
জীবিকা তাদের চাওয়া ভিক্ষাই
গালাগালি খায়, বিরক্তি নেই
মোহময় এই জীবনে বাঁচাই মুখ্য
তারা অনুভবে হারিয়েছে সব দুঃখ|


এত মোহময় কেন এ জীবন!!!