ফাউ, বখশিশ, পারিশ্রমিক


পারিশ্রমিক নিয়ম মেনেই হবে
বেশী কমের প্রশ্নই নেই
বখশিশ খুশী দেবে|


কাজ না হলে, পারিশ্রমিক নেই
কাজ না হলেও বখশিশ হয়
বখশিশ প্রিয়, ভাই|


উপরি পাওয়ার মজাই বিশেষ
বেতনে নেই এমন মজা
বেতন এলেই শেষ|


কর্মবিহীন হলেও তো আয় হয়
অসৎ পন্থা সেই রোজগারে
সে আয় হবেই ক্ষয়|


জিনিস কিনি, দরাদরি করেই
কখনো দর, একটু কমে
কখনো ফাউ আসেই|


নির্বাধে, এই জীবন পেয়েছি
সস্তা সুলভ দ্রব্য চেয়েছি  
এই ইচ্ছাই রেখেছি|


বখশিশ ফাউ, সকল মনে আছে
ধনশালীর প্রকাশে নেই
গরীব এতেই বাঁচে|


নতুন পণ্য, নতুন খুশীর সাজে
ফাউ আসলেই, বেশী খুশী
মনের মধ্যে বিরাজে|


ন্যায্য পাওনা, বিরামবিহীন ফল
তাই প্রত্যাশা, খুচরো পাওনা
আকস্মিক এক বল|


এক অস্তিত্বে, একটি পেশা কাম্য
জীবন যে চায় পারিশ্রমিক
সেটাই তো বোধগম্য|


ফাউ বখশিশ, বলবই নাকি ভুল!
এই মন বলে, তেমনটি নয়
ঘুষ না হলেই নির্ভুল|


সুবীর সেনগুপ্ত