//ফুল প্রকৃতির অনন্য দান//


যে ফুলের, কোনো গন্ধই নেই
কেন ভালো লাগে, সেই ফুলগুলো!
এটা কি ক্ষুব্ধ মনের বাসনা!
বিরোধী মনের জমে থাকা ধূলো!


ভাবতেই পারো, তোমরা যা কিছু
বদলে যাবে না, আমার ভাবনা
আমার যা কিছু ভালো লাগে, সে তো
আমার ইচ্ছা, মনের প্রেরণা।


গন্ধবিহীন ফুল, নেই দাম
এমন ভাবা কি অন্যায় নয়!
গন্ধবিহীন ফুলেও তো রঙ
খিল খিল হাসে, হৃদয় জাগায়।


দোকানে বাজারে, আর মন্দিরে
গন্ধবিহীন, ফুল কত দেখি
সব সুন্দর, লাগে শত কাজে
মন তো বলেনা, একটাও মেকী।


ওটা ফুল, তাই ফুল ভালো লাগে
ফুল দেখি আমি, গন্ধ খুঁজি না
ফুল যেমন, তাই উপভোগ করি
'সুবাসবিহীন', মনেই হয় না।


সুবাসযুক্ত, ফুল যদি হয়
তাও ভালো লাগে, সেটাও যে ফুল
সে ফুলের ঘ্রাণ, নিই খুশী মনে
গন্ধ জড়িয়ে, হই মশগুল।


আমরা তো নই, ফুলের স্রষ্টা
প্রকৃতির এক, অনন্য দান
ভালবাসি যদি, প্রত্যেক ফুল
তবেই তো, দেওয়া হবে সন্মান।


এটাই ভাবনা, এটাই বাসনা
ক্ষুব্ধ মনটা, এতে জোড়া নেই
ক্ষুব্ধ মনের, বিরোধ প্রকাশ
তা কেন থাকবে, ফুলগুলোতেই!


সুবীর সেনগুপ্ত