জয়গান নয়
শুধুই হোক না গান
গুন্-গুন্ যদি
করে যেতে পারো
জাগ্রত হবে প্রাণ|


সুর খোঁজা নয়
যা খুশী হোক না সুর
গাইলেই হবে
কাজেও আসবে
উৎসাহ ভরপুর|


এ গান মনের
বলতে পারো খাবার
সকালে দুপুরে
কাজে অবসরে
এ গানে খুলবে দ্বার|


যখন তখন
এ গানের প্রয়োজন
যদি এসে যায়
জোর করে নয়
ভরে আনন্দে মন|


এ গানের কথা
ভুল হলেও তো চলে
গায়ক যে হয়
শ্রোতাও সে হয়
দুদিকেই মন দোলে|


এ গান আসবে
গভীর হৃদয় থেকে
এর আগমন
মন দর্পণ
এ গানেই দুখ ঢাকে|


গান দর্পণ