//ঘরে হবো যাযাবর//


এ যাবত যা হয়েছে
রাখো সব একপাশে...
এই রূপে চলা নয়
এখন কি করা যায়!
একই ভাবে চলে চলে
একই তান রোজ তুলে...
শুধু পাকিয়েছে জট
সবই যেন উদ্ভট...
যা হয়েছে হয়ে গেছে
সে ভাবনা থাক গাছে...
এই ক্ষণে যাতে মন
খুলে দেবো আবরণ...
নিয়ম আর ধরব না
অনিয়মে চলব না...
নিয়ম-অনিয়ম ছেড়ে
কাজে খুশী দেবো ভরে...
তুলনায় দেবো খিল
লক্ষ্যে মারব ঢিল...
লক্ষ্যে না লাগে যদি
ত্যাগ করে দেবো বিধি...
আর এক লক্ষ্যে যাবো
তার অনুগামী হবো...
যাবো না বিরুদ্ধে
করব যা সাধ্যে...
পরোয়া করিনা ভুল
ভুল দেখাবেই কূল...
অতীত রাখব দূরে
অধুনায় যাবো জুড়ে...
পরিকল্পনা নয়
শুধু কাজে পরিচয়...
আমার তো নেই ঋণ
কেন হবো উদাসীন!
অবসাদে ভাসব না
বিস্বাদে কাঁদব না...
জীবন কয়েকদিন
চাইব হোক স্বাধীন...
ঘর আছে থাক ঘর
ঘরে হবো যাযাবর...
আবেগ ও নিরাবেগ
দুটোতেই দেবো বেগ...
থাকব বর্তমানে
বাস্তব মনে প্রাণে।


সুবীর সেনগুপ্ত