ঘুরে ফিরে মনে আসে, আসবেই
সেদিনের কথাগুলো ডাকবেই
যা ঘটেছে, ঘটে গেছে জীবনে
কি করে মানব না তা, কে জানে!


একবার ঘটনাটা ঘটলেই
সেটা হতে পারে সাথী, চাইলেই
কত ঘটনাকে সাথী কত যায়!
এ এক নিশ্চিত ভাবার বিষয়|


মনে আসা মনে রাখা, এক নয়
মনে আসা স্বতঃপ্রবাহিত হয়
থামানো যায় না এই প্রবাহ
যদিও না হয় সেটা আদরণীয়|


ঘটনা তো ঘটবেই, ঘটছেও
সকলকে জুড়ে ঘটে যাচ্ছেও
প্রতি পল, প্রতি ক্ষণে ঘটনা
সব্বার সাথে হয় ঘটনার চেনা|


আলাপের পরে দিলে আল্পনা
সেই আল্পনা দিল কল্পনা
তোমাকে জড়িয়ে ঘটনার দল
থেকে গেল সাথে, নিত্য সচল|


দুর্ঘটনার যত বীভৎস রূপ
যা দেখার পরে, ভয়ে হই চুপ
সেই ঘটনার রেশ থেকে যায়
মুক্তি পাওয়াও, হয়ে যায় দায়|


কত ঘটনাকে ধরে রাখা যায়!
সংখ্যা কি উত্তরে জুড়ে যায়!
হিসেবে করা তো সম্ভব নয়
যা মনে থাকবে, সেটা মনে রয়|


ইচ্ছার জোরে কিছু মনে রাখা যায়
নিজ নিজ মন সেটা করে যায়
বাকী স্মৃতি চলে এক নিয়মের তালে
সে নিয়ম অজানাই, এই মন বলে|


ঘটনা ঘটনা শুধু ঘটনাই
সময়ের চলাও তো ঘটনাই
চুপচাপ শুয়ে থাকা ঘটনা
বিশ্ব কি থাকবেই ঘটনা বিনা!!!


ঘটনা না ঘটলে তো...