বন্ধ দুচোখে ঘুম আসেনি তো
এসেছে কেবল চিন্তার ধারা
সেই ধারাতেই প্রবাহিত হয়ে
আমার নীদ্রা হয়ে  গেছে সারা|


ঘুমোতেই হবে বন্ধ দুচোখে
বন্ধ করেও ঘুম যে আসেনা
মন চলে যায় ভাবনার ঘরে
ভাবনা সাজাতে কষ্ট হয়ে না|


রোজ রোজ ঘুম আনতেই হবে
ঘুমের সময় গভীর নিশীথে
সে সময়ে আগমন ভাবনার
ঘুম আসবেও, জাগতে প্রভাতে|


বন্ধ দুচোখে শুধুই আঁধার
সেই আঁধারেই ভাবনার গৃহ
ভাবনাকে ডাকি, ভাবনাকে ধরি
চলে যাই ঘুমে, নিয়ে তার স্নেহ|


আঁধারের মাঝে যে সব ভাবনা
তা দিয়ে চলেনা কোনোই জীবন
এ সব ভাবনা মনের খাদ্য
মনকেই দেয় খুশীর সাধন|


মানুষের দল সব ঘরে ঘরে
ডুব দিয়ে চায় ঘুমের সাগরে
দুচোখ বন্ধ, তবু অসফল
আসে ভাবনায় বারবার ফিরে|


দুটো চোখ বুজে ফেলাই তো যায়
এর থেকে কোনো কাজ কি সহজ!
আসবে কি ঘুম! সেটাই প্রশ্ন
ঘুমকে আনাই প্রধান গরজ|


ঘুমকে আনার অনেক উপায়
উপায় জড়িয়ে ঘুম এসে যায়
কোন সে উপায়, যে উপায় স্থায়ী!
ঠিক উপায়কে বাছা হল দায়|


ঘুমের বিকল্প,কোথায় খুঁজব!
আনতেই হবে, যে ভাবেই হোক
সেটাই তো, সারমর্ম লেখার
ঠিক উপায়ের দিকে হোক ঝোঁক|


ঘুম আয় ঘুম আয়