//ঘুম নিয়ে কথা//


ঘুমোবে অঙ্গ, আর প্রত্যঙ্গ
মানুষ ঘুমোবে জীবনে
ঘুম আছে তাই, মানুষ জেনেছে
স্বপ্নের ধারা মননে।


নিশীথের কালোতেই আসে ঘুম
পরিশ্রমের পর
প্রত্যেকদিন ঘুম ঘুম ঘুম
ঘুমের আছে কদর।


ঘুম চেয়ে, ঘুম হওয়া মুস্কিল
কখন ঘুমের পর্ব!
ঘুমোতে না চেয়ে, ঘুম এসে যায়
তা নিয়ে কি হবে গর্ব!


ঘুমপাড়ানীর গান শুনে শুনে
মায়ের কোলেই ঘুম
তখন বুঝিনি, ঘুম কি জিনিস
এখন ঘুমের ধুম।


শুলেই, ঘুমিয়ে পড়ে বহু লোক
অনেকের ঘুম আসে না
অশান্তিতেই তাঁদের সময়
অনুমান ভুল হয় না।


তাড়াতাড়ি ঘুম, শান্তিতে ঘুম
এ যেন ললিত রত্ন
এ-পাশ ও-পাশ, ঘুম নেই চোখে
জীবনের দুঃস্বপ্ন।


মরনের নাকি জ্ঞাতিভাই ঘুম
প্রবাদ তাই তো বলে
মানতে পারিনা, এমন প্রবাদ
ঘুম তো সুখের দলে।


আশা-নিরাশাকে, জুড়তে যা লাগে
তা হলো গভীর ঘুম
কনকনে শীতে, লেপের তলায়
কোলাহল নিঃঝুম।


নিদ্রাহীনতা, মরুভূমি সম
কোথায় এতে আবেগ!
নিদ্রাহীনতা, এ তো এক রোগ
এই রোগ নিয়ে উদ্বেগ।


ঘুমের পরশ, ঘুমের আবেশ
ঘুম শরীরের তরে
ঘুমের একটা ভাগ যে মনের
জানি নিশ্চিত করে।


জীবনের এক, তৃতীয়াংশই
কেটে যায় শুধু ঘুমে
শরীর যখন বোঝে প্রয়োজন
ঘুম এসে চোখে নামে


সুবীর সেনগুপ্ত