সত্যি করে জানো নাকি!
জীবন পাওয়ার কারণটা কি!
নাকি ভাবো, ভাগ্য তোমার ভালো...
জীবন পেয়ে করছো তো ভোগ
দরকার কি যোগ ও বিয়োগ
এই চিন্তায় ভাব কি হারালো!


সত্যি করে জানো না তো
জানার চেষ্টা করো না তো
জানি আমি, সঠিক জবাব নেই...
তবুও তো খুঁজলে পরে
জানবে কিছু অবসরে
আরও খুঁজবে, নিজের অজান্তেই|


জীবন শুধু নয়ত শরীর
কোনো পুরুষ কিংবা নারীর
আরও কিছু, গভীর সংযোজন...
যেটার দেখা যায় না পাওয়া
তারই অনুভূতির ছোঁয়া
দেয় জীবনে, অগ্রগতির ক্ষণ|


বলতে হবে আরও নাকি!
চাইছি আমি বলতে-টা কি
বুঝলে পরে, বলার কিছু নেই...
তাই না হলে, ভাবো  তুমি
জানতে চাও, বা না চাও তুমি
তোমার জীবন, থাকবে তোমাতেই|


ভাবনা ছাড়া জীবন অচল
যেমন তেমন ভাবনার দল
চালায় জীবন, যেমন তেমন করে...
কেমন করে ভাবনা সৃষ্টি
পারেনি তো জানতে দৃষ্টি
তাই এই প্রশ্ন, নেই তো স্বভাবে|


সবাই জানে ভাবনা মনে
জন্ম নেয় যে ক্ষণে ক্ষণে
পালটিয়ে দেয়, ভাবনা মূহূর্তেই...
বুঝতে হলে এই প্রকরণ
করতে হবে মনকে শাসন
তবেই জীবন, চলবে আনন্দেই|


জীবন পাওয়ার কারণ অনেক
বলবে, যত আছে বিবেক
যে যার মতে, থাকবে নিয়ে বিশ্বাস...
সেই বিশ্বাস ভাঙতে চায় না
ভাঙার চেষ্টা করাও যায় না
এই বিশ্বাসে, চলতে থাকে শ্বাস|


জীবন চলার কারণ এল
কিন্তু পাওয়ার কারণ থাকল
এখনও তো, ধরার ওপারে...
জীবন পাওয়ার কি যে কারণ
ব্যাখ্যা করতে পারে না মন
অপেক্ষাকেই, রাখতে হবে ধরে|

গভীর সংযোজন