।।গোপন কথা।।


যা বলা যাবেনা, সেটাই গোপন
গোপন হলেই, হবেও আপন।
আপন হলেই, রাখতেও হবে
মনের গভীরে, ঢাকতেও হবে।
ঢাকা থেকে থেকে, সেটা ভুলে যাবে
স্মৃতির অতলে, ঘুমিয়ে পড়বে।
ঘুম ভাঙ্গবে না, কেউ জানবে না
গোপন কথাও, আর জাগবে না।
যা বলা হয়নি, সঠিক সময়ে
আজ সেই কথা, গেছেও হারিয়ে।
এখন বললে, তার দাম নেই
তার চেয়ে ভালো, গোপন থাকাই।
গোপন কথার, গোপনে মরন
যে গোপন রাখে, কথা তার ধন।