//গর্ব হবেই খর্ব//


খুব তো সেদিন গর্ব করেছিলে
কথার অস্ত্রে জড়িয়েছিলে ভয়
বছর যায়নি, হারিয়েছ পরিচয়।


অদৃশ্য এক নিয়ম কোথাও আছে
যার উল্লেখ নেই কালো-সাদায়
এই নিয়মেই প্রহার এসে যায়।


স্থাপন করে মজবুত এক ভিত্তি
সেটাও নড়বে, কিন্তু তেমন নয়
পারবে হাসতে এই ভিত্তির ভরসায়!


যেমনই হোক গর্ব, হবেই খর্ব
অনেক ক্ষমতা হয়ে যাবে অসহায়
বিধান চক্র তাই তো জানিয়ে দেয়।


দম্ভের স্থান নেই পার্থিব জীবনে
জীবন সরল সত্যের পথ চায়
এ কথা ভুললে বিষাদ ছাইবে আঙিনায়।


এক প্রাণ দিয়ে একটি জীবন গড়বে
সব জীবনের নিধি একই জায়গায়
অহংকারের স্থান নিলে শুধু ক্ষয়।


আমার অহংকারের আমিই স্রষ্টা
এই সৃষ্টির কেন যে হয় উদয়!
এমন সৃষ্টি না গড়লে কি নয়!


সুবীর সেনগুপ্ত