//গতানুগতিক থেকে আনন্দ//


গতানুগতিক সব
জীবনের দিনগুলো
রোজনামচায় ভরা
দিবসের ক্ষণগুলো।


একটু বা আধটু
বদলায় কোনোদিন
একদম বদলানো
যায় না তো প্রতিদিন।


তারই মাঝে সবকিছু
চাইলেই পাওয়া যায়
চাওয়া হলে বাস্তব
নিজে এসে ধরা দেয়।


বড় পরিবর্তন
ন'মাসে ছ'মাসে হয়
তবে জেনে রেখ এটা
সবার ভাগ্যে নয়।


যে ঘটনা দেয় খুশী
অপরকে একদিন
আমিও দেখতে চাই
সেই ঘটনার দিন।


নেই কোনো গুরুত্ব
এরকম ভাবনায়
মানতে না চাও যদি
ডুব দাও ভাবনায়।


গতানুগতিক ধারা
খুব তাড়া দেয় না তো
জানা হয়ে গেছে সব
গড়ায় ছবির মতো।


গতানুগতিক থেকে
কেন সরে যেতে চাই!
কারণ খুশী ও সুখ
বেশী বেশী পেতে চাই।


আসলেও বেশী বেশী
পরিবর্তন থেকে
থাকবে না বেশী দিন
চলে যাবে এঁকে বেঁকে।


যে আনন্দ এসে যায়
গতানুগতিক থেকে
হয়ে যায় চিরসাথী
যায় না কখনো ঢেকে।


সুবীর সেনগুপ্ত