স্বপ্নের মাঝে যে গতিকে পাই
সে গতি হারায়, বোঝার আগেই
বাস্তবে গতি, ওঠে আর নামে
গতিকে ধরতে, ছুটি ডানে বামে।


জীবন চালাতে প্রয়োজন গতি
গতি না থাকলে, শুধু অবনতি
এই ধারনায়, মানুষের মন
তাই কি গতিকে করছে বরণ!


প্রতিযোগীতায় ডুবতেই হবে
নইলে জীবন, গড়িয়ে চলবে
ধীর গতি হলে, জীবন ফ্যাকাশে
এমন জীবন, আছে কার আশে!


গতি, বিকাশের হয়েছে প্রতীক
চারিদিকে গতি, ফেলেছে হিড়িক
গতিহীন এই জীবন চলে না
নতুন গতিতে, জীবন অচেনা।


গতির মাঝেই, খুঁজি সমাধান
গতি কি হয়েছে, জীবনে প্রধান!
যে কাজে লাগত, অনেক সময়
সেই কাজ আজ, তুড়ি মেরে হয়।


খবর ছুটছে, খুলছে সমাজ
গতিতেই, খুলে যাচ্ছে মেজাজ
ঝগড়াতে গতি, দেখেই অবাক
ঝগড়ার ফলাফলে হতবাক।


পরিকল্পনা, হয়ে গেছে কম
পরিবর্ধনে হিসেবের দম
এখন তো চাই, গতি আর গতি
গতির জন্য, করব মিনতি।


যে ভাবেই হোক, আনবই গতি
যদি হয় হোক, তার থেকে ক্ষতি
ভাবনাতে গতি, দিচ্ছে যে তাড়া
এড়িয়ে চললে, হই দিশাহারা।


এখন যে যুগ, তাই কি গতির!
অতীতের যুগ, ছিল কি স্থিতির!
ক্রমশঃ হচ্ছে, গতির বিকাশ
তাই সব যুগ, গতিরই দাস।


গতি ছিল, গতি আছে ও থাকবে
গতির বৃদ্ধি, বাড়ছে, বাড়বে
স্বপ্নে যে গতি, হারাতে চাই না
বাস্তবে গতি, থামতে দেয় না।