//গুনতে গুনতে নেশা ধরে যায়//


দিন গুনলেই
মাস চলে আসে
ওটাও গুনতে হয়...
তারপর দেখি
বছর লাইনে
তাও গুনতেও হয়।


একবার যদি
গোনা শুরু হয়
চলতেই থাকে গোনা...
গুনতে গুনতে
নেশা ধরে যায়
এ নেশা ছাড়াও যায় না।


কিছু গোনা হয়
কারণের সাথে
উৎসব আর খেলাতে...
বহু পরীক্ষা
নতূন চাকরী
কিংবা বিয়ের বেলাতে।


এ ছাড়াও আছে
প্রতি বছরের
জন্মদিনের ধর্ম...
আরো আরো আরো
যোগ করে দেওয়া
বিশেষ দিনের কর্ম।


গুনে গুনে দিন
পার তো করেছি
কত কত মাস বছর...
ধীরে ধীরে গোনা
ভাটায় গিয়েছে
হয়নি তো সহচর।


ইচ্ছা হয়না
আর তো গুনতে
সে যাই কারণ হোক...
গোনার সময়
হারিয়েই গেছে
অস্পষ্ট গোনার চোখ।


সুবীর সেনগুপ্ত