গুরুত্বপূর্ণ জয়ন্তী!
।।সুবীর সেনগুপ্ত।।


'জয়ন্তী' আসে না মনে
সব কিছু এই ক্ষণে
মনটাকে এখানেই রেখেছি...
কাল কি হবে না হবে
কাল এলে দেখা যাবে
এই নিয়মেই আমি চলেছি।


ক্ষনগুলো জুড়ে জুড়ে
রাখতে পারিনা ঘরে
পল পল সময়ের ইতিহাস...
ক্ষণে ক্ষণে যা যা হলো
মন তো সেখানে গেলো
তাই নিয়ে থাকি, নেই অবকাশ।


ক্ষনগুলো ভালবাসি
দেখি সময়ের হাসি
আমিও তো যাই ডুবে হাসিতে...
হাসি জড়ো করে পাই
যা যা আমি চেয়ে যাই
ক্ষনগুলো সাথী করি আনন্দে।


মাস বা বছরগুলো
আগামীতে থাকা ধুলো
পার হয়ে জমা হয় অতীতে...
অতীত হিসাবে এনে
হটাৎ একটি দিনে
জয়ন্তী আনা হয় ঝাঁপিতে।


পঁচিশ বা পঞ্চাস
পঁচাত্তরের শ্বাস
কখনো বা একশতে টিমটিম...
জয়ন্তী আসে ছুটে
মন ইতিহাসে ছোটে
অতীতের ক্ষণ ঝড়ে রিমঝিম।


একশ বছরে প্রাণ
এই ক্ষণে পায় মান
কার ভাবনাতে ছিল জয়ন্তী...
জয়ন্তী আসার হলে
এসে যাবে করতলে
এই ক্ষণই বাঁচবার নীতি।