হারাবো না, অকারণে বিশ্বাস|
    ||সুবীর সেনগুপ্ত||


কথাটা বলেই, থেমে যেতে হলো
বুঝলাম, এ তো ভুল বলা হলো
বলবার আগে কেন যে ভাবিনি
এই নিয়ে খুব, আপসোস হলো|


বলিনা তো শুধু, চাঁদকেই চাঁদ
কিংবা বলিনা, তপনকে রবি
সমাজের কথা, অনেক প্যাঁচেই
পাল্টেও যায়, মনে হওয়া ছবি|


সংসার আর, সমাজের কথা
গাম্ভীর্য্যের, সাথে সাথে চলে
গুরুত্ব তার, এতটাই বেশী
বিপাক আসবে, না ভেবে বললে|


অনেক কাজেই, কথা নেই কোনো
যেমন ধরোনা , গাড়ী চালানোতে
যে কাজে কথাই, প্রথম কদম
সে কাজে আপস, হয় না কথাতে|


মন উদ্বায়ী, কিংবা অসম
এমন বাহানা, দিলে মুশকিল
বলা কথাটার, দ্বায়িত্ব নেওয়া
প্রতিশ্রুতিতে, ভরা এক ঝিল|


ভাবনার আছে, বহু অভিরুচি
কখন কোনটা, আসবে সামনে
সম্মুখভাগে, যেটা এসে যাবে
তেমনিই কথা, ফুটবে আঙ্গনে|


কথা সূচকের, কাজ করে থাকে
কথা না বললে, মন উদাসীন  
এত গুরুত্ব কথার, তাই তো
ভেবে বলাটাই, হয় সমীচীন|


কথা বলা নয়, একান্তে লেখা
সংশোধনের পথ লেখাতেই
কথা পাল্টালে, বোকা হতে হয়
বুঝে শুনে বলা, উচিত হবেই|


বলে ফেলবার পর, থেমে যাওয়া
এর অর্থে তো, ক্ষমার আভাস
কামনায় নেই, এই পরিস্থিতি
হারাবো না, অকারণে বিশ্বাস|