নিয়ম নেই যে তাই
পারিনি দিতে তোমায়
রেখেছি আমার কাছে যত্নে
আমার কাছেই আছে
বলছি না গচ্ছিত
হারাবে না যত্ন অরণ্যে।


সাহস নেই যে, তাই
নিয়ম মেনেই চলি
নিয়ম ভাঙ্গব, শুধু ভাবি
কবে হবে সেই কাজ
কিচ্ছু জানিনা আমি
করছি না অলিখিত দাবী।


জিনিস আমার, তবু
অধিকার হারিয়েছি
তোমার অধিকারে, জানো কি!
হয়ত করেছ আঁচ
কিংবা তা করোনি
মনে হয় তুমি জানো, তাই কি!


জিনিসটা রেখেছি তো
কিন্তু মালিক নই
সঁপেছি যে তোমাকেই আমি
আমি শুধু রক্ষক
রেখেছিও সাবধানে
নজর রাখছে খালি ভূমি।


এ মন অন্বেষণে
সুযোগের সন্ধানে
দিতে হবে সেটাই তো ভাবনা
যদি দিতে নাও পারি
হব না বিষাদে ভারী
আরো চেষ্টাতে ত্রুটি রাখব না।


সংক্ষিপ্ত জীবনে
দিতে অসফল হলে
কবিতাটা পড়ে দেখো, জানবে
কি ছিল যে জিনিসটি
যদিও পাবে না সেটা
বোধহয় মনে কিছু জাগবে।


জিনিসটি 'ভালবাসা'
সকল মনের তৃষা
জেনে কি ভাববে, আমি জানিনা
ভাবনা যা হয় হোক
করব না অভিযোগ
এ মন যে অভিযোগ চায় না।