হায়রে জীবন!


হায়রে জীবন
কোথায় কোথায় যাবি তুই!
যেখানেই যাস, আসবি তো ফিরে
মানবি-না নাকি সব তো পুরোনো হবেই|


হায়রে জীবন
ব্যস্ত হয়ে কি শান্তি পাবি তুই!
যেখানেই যাবি, একই তো জীবন
খাড়া বড়ি থোড়, থোড় বড়ি খাড়াতেই|


হায়রে জীবন
ভূবনে মানুষ আমরা সবাই
থাকি এক স্থানে, এ তো ভুল নয়
ভালো নয় নাকি চেনা এক স্থানে থাকাটাই!


হায়রে জীবন!
কীসের গর্বে ডুবিস যে তুই!
আসবি ও যাবি অন্য প্রাণেরই মতো
অচেতনভাবে যেতে চাস নাকি স্থায়িত্বেই!


হায়রে জীবন!
কেন ভাবছিস জীবন নিয়ে তুই!
হাওয়ারই মতন জীবন মাটির উপরে
জীবনের মানে খুঁজেলেই পড়ি ধাঁধাতেই|

সুবীর সেনগুপ্ত