হিসেব শুধু প্রয়োজনেই।
।।সুবীর সেনগুপ্ত।।


যতই বেশী হিসেব করি
ততই দূরে যায় যে হরি
লাভ ও ক্ষতি এক হয়ে যায়
অবাস্তবে ভাবনা হারায়।


দিনটা চলে আগের মতন
মনটা থাকে বেশ আনমন
হিসেব কেন চলার পথে!
এ নয়তো ঠিক আমার মতে।


বন্ধ হয় না হিসেব করা
জীবন যে নয় হিসেব ছাড়া
হিসেব দেখায় লাভ ও ক্ষতি
দেখি শুধুই ক্ষতির গতি।


হিসেবে লাভ লোভের ঘরে
যোগ বিয়োগ রাখেও ধরে
পথে নেমেই ক্ষতির মুখে
লাভের হিসেব কেবল ঠোকে।


খেলাই হোক বা পড়াশোনা
সবই হিসেব দিয়ে বোনা
যাত্রী হওয়ার আগে হিসেব
নইলে যাত্রা দুর্ভোগে শেষ।


হিসেব করে ওষুধ খাওয়া
সময় হিসেব করেই শোয়া
কিনতে গেলেই হিসেব আসে
বিক্রীতেও তো হিসেব পাশে।


হিসেব করার নেই তো মানা
চলছে হিসেব, তা ধিন ধিনা
করছি আমি, করছ তুমি
জীবন হিসেব রণভূমি।


হিসেব নিয়ে থাকলে পরে
হিসেব ফাঁদে ফেলতে পারে
গুণতে হলে, গুণেই ফেলব
প্রত্যেক ক্ষণে কেনই গুণব!


হিসেব মানে নয়ত গোনা
গোনা প্রয়োজনের কণা
হিসেব যদি হয় প্রয়োজন
করব তখন তার আয়োজন।