জেনে তো আসেনি কেউ, জন্মে সে করবে কি!
এটাও তো জানত না, কখনো সে মরবে কি|


জানা ছিল না তো তার, আগুন কি করে জ্বলে
কিংবা কি দেখবে সে, নীল আকাশের তলে!


জানত না আকাশ কি, জানত কি ভূমি জল!
গাছ পাতা মরুভূমি, অজস্র ফুল ও ফল|


জানত না কখনোই, জন্মাবে কোন জাতে!
দিতে হবে কোন ফুল, কোন দেবতার পাতে!


খাবার কি, জানত কি! জানত না পরিধান
মানতে হবে নিয়ম, তাও ছিল অজ্ঞান|


জানত কি জন্মাবে, ছোট বড় কোন দেশে!
কুটির বা প্রাসাদেই, কে থাকবে তার পাশে!


কিছুই সে জানত না, সেটা জানা গেছে আজ
যা কিছু করছে সে, সেগুলোই তার কাজ|


কোনটা করল আর, কোনটা সে করল না
এই নিয়ে হয় নাকি, কোনোই সমালোচনা!


সে তো কিছু জানত না, ধরাতে আসার আগে
তাকেই ভাবতে দাও, কি চায় সে তার ভাগে|


কিছুই সে জানত না, প্রকৃত সত্য তাই
সে তো আমাদেরই মত, হয় বোন নয় ভাই|


কিছু জেনে আসেনিতো, তবে যাবে কিছু জেনে
কি জেনে সে গেল তার, হিসেবের নেই মানে|


কি ভাবে যে উদ্ভব,এই ধরণীতে প্রাণ!
এই জ্ঞানে সকলেই, হয়ে আছে সচেতন,


যাওয়ার জন্য আসা, এটাই তো প্রমাণিত
কি ছিল প্রথম দিনে, জানা কি হবেই ব্রত!



হিসেবের নেই মানে