বেশ ভালো আছি, থাকবও বেশ
পাই বা না পাই বেশী সন্দেশ...
খাই বা না খাই দুধ মুড়ি  গুড়
গাই বা না গাই গজলের সুর...
দেখি বা না দেখি রোজ রোজ টিভি
তুলি বা না তুলি কিছু কিছু ছবি...
দিই বা না দিই দামী উপহার
আসে বা না আসে তোফা বারবার...
করি বা না করি কত কত কাজ
ধরি বা না ধরি সুখের মেজাজ...
চাই বা না চাই কিছু ভালবাসা
খেলি বা না খেলি তাস দাবা পাশা...
রাখি বা না রাখি ঘন যোগাযোগ
শিখি বা না শিখি ভোগ দুর্ভোগ...
বলি বা না বলি ভাল ভাল কথা
পড়ি বা না পড়ি আজে বাজে পাতা...
হাসি বা না হাসি কথায় কথায়
কাঁদি বা না কাঁদি দুঃখ বেলায়...
শুনি বা না শুনি যা শোনার নয়
বুনি বা না বুনি প্যাঁচ সে কথায়...
হাঁটি বা না হাঁটি তাতে নেই ভয়
ঘাঁটি বা না ঘাঁটি শরীরের ক্ষয়|


এ তো হোলো সব করলেও ভালো
নাও যদি করি, তাতে আরও ভালো...
এর পরে শোনো কি কি আমি চাই
সেগুলো কি লোভ! যদি বলো, তাই|


চাই আমি কথা যাতে নেই বাঁক
চাই আমি হাসি নয় রাখ ঢাক...
চাই আমি কাজ, কঠিন সরল
চাই তো সময়, নয় ছল বল...
চাই আমি সাঁঝ, শাঁখের আওয়াজ
চাই ঘন রাত, তারাদের সাজ...
চাই হেঁটে যেতে মাইল মাইল
চাই সাথে পেতে নদী আর ঝিল...
চাই তো জমাতে খুঁটি-নাটি সব
শুনতেও চাই অতীতের রব...
চাই কলতান সুস্থ্য মনের
চাই আলোচনা সব বিষয়ের...
চাই তো জানতে অজানার পার
জুড়ে দিতে চাই ভাবনার তার...
চাই অভিধান কাগজ কলম
চাই স্বাভিমান হলেও তো কম...
চাই তো শেখাতে যতটুকু জানি
শিখে নিতে চাই যা কিছু না জানি...
চাই আমি দূর কলহ বাঁচাতে
নিকটও তো চাই হাঁসতে হাঁসাতে...
চাই মেনে নিতে যদি বুঝি ভুল
দিতেও চাইতো ভুলের মাশুল...
সবচেয়ে বেশী চাই ভালবাসা
চাই দূরে যাক সকল নিরাশা|