//হবেনা তো ক্ষতি প্রগতির ভারে!//


আমরা সবাই চাইছি প্রগতি
বেড়েই চলেছে প্রগতির গতি
চাই চাই চাই প্রগতির বন
ছড়িয়ে পড়ছে এই গুঞ্জন।


পশ্চিম থেকে প্রগতির হাওয়া
করেই চলেছে পূর্বকে ধাওয়া
দুরন্ত এই হওয়ায় জড়িয়ে
পুরব ভাসছে খড়কুটো হয়ে।


অনুকরণ আর অনুসরণ
ঢেকে গেছে সব অনুধাবন
প্রগতি সফল শুধুই শহরে
গ্রামের মানুষ অনাহারে মরে।


কৃষক শ্রমিক খেয়ে পড়ে ছিল
প্রগতির চাপ তাও কেড়ে নিল
প্রগতি বৃদ্ধি করছে তো আয়ু
বেশী বাঁচা, তবে নিয়ে বিষ বায়ু।


অনস্বীকার্য প্রগতির দান
মনুষ্যবিহীন প্রগতির যান
দূর সংযোগ আর দূর নয়
সব যোগাযোগ ঘরে বসে হয়।


তরিতরকারি ফল মূল যত
সব ঋতুতেই পাবে অবিরত
যদিও শংকা আছে মান নিয়ে
শংকা উধাও বেশী দাম দিয়ে।


না-ভালো ভালোয় জড়িয়ে প্রগতি
বাঁধা হয়ে গেছে, হবেনাও ইতি
ভয় হয় মনে অবোধ বিচারে
হবেনা তো ক্ষতি প্রগতির ভারে!


নিশ্চয়ই আছে আরো কিছুজন
যাঁদের ভাবনা আমারই মতন
কিন্তু ভাবনা শুধুই ভাবনা
নকল প্রগতি এতে থামবে না।


কী হবে প্রগতি, আর কী যে নয়!
চাই খোলা মন বোঝার জন্য
সাময়িক সুখ, তাই কি প্রগতি!
জানার তরেই এই মন বন্য।


খবরের পাতে রোজ কিছু পড়ি
সেই পড়া হলো প্রগতির ছড়ি
মারবে চাবুক কোনো একদিন
সংকেত আসে, তাও উদাসীন।


সুবীর সেনগুপ্ত