কারো পথে চলব না, জেনে নাও
কোনো পথে চলবই, মেনে নাও
সেই পথ খুঁজে যাবো উত্তর এ
হতে যে চাই না আমি ভবঘুরে।


দিক কেন উত্তর, নয় দক্ষিণ
এর উত্তরটাকি হবে সমীচীন!
খুঁজতে চাও তো, খুঁজে নাও উত্তর
আমার যে পথ, সেই পথই ঊর্বর।


মানবো না কারো মন অকারণ
মানবো তো এক মন আজীবন
মানানো অনেক মন অসম্ভব
এ কাজ আমার নয়, জানো সব।


কোনো এক গানে আমি খুশী নই
অনেক গানের সুরে স্বাদ পাই
কিছু সুর হয়ত বা হয় বাসি
কিছু তো এমন ভালো, ভালবাসি।


শুধু এক ভালকথা চাই না যে
বহু বহু ভালকথা মনে বাজে
কাকে যে বলব সেই কথাগুলো!
কোথায় খুঁজব তার চালচুলো!


কোনো এক ভালবাসা মন চায়
সেই ভালবাসা হোক পরিচয়
আর সেই পরিচয় আনন্দের
সবচেয়ে বড় পাওয়া জীবনের।


কোনো এক দান দিয়ে খুশী কই!
পারলে করব দান অসংখ্যই
কোনো এক রাতে খুশী শেষ নয়
তা হলে জীবনে আলো নিভে যায়।