অগ্নি সাক্ষী করে, গাঁটছড়া হল বাঁধা
সাতপাকে ঘুরে ঘুরে, সবাই কৃষ্ণ-রাধা|


রাধা-কৃষ্ণের রূপে, দুটি মন ভাববেই
আগামীর দিনগুলো, এমন কি থাকবেই!


সীমাহীন আনন্দ, হবেই তো নিশ্চিত
অলক্ষে গড়বে কি, দ্বন্দ্বের এক ভিত!


শুভ-বিবাহের আজ, অনন্য এক দিন
শুভ-পরিণয় বলো, তাতেও বাজবে বিন|


আজকে গঠন হবে, দুজনের এক দল
বাড়বে সদস্য পরে, শুভ-বিবাহের ফল|


কালের প্রবাহ থেকে, এই ধারা চলছে
মিশে যাক দুই মন, এই ধারা চাইছে|


অভিনব কিছু নয়, নয় অসামান্য
এই এক অধিকার, সকলের জন্য|


ঘটনা কত তো ঘটে, সকলের জীবনে
সবচেয়ে গুরুত্ব, কোনটাকে কে মানে!


শাদি বিবাহের পরে, পরিবর্তন আসে
শারীরিক মানসিক, আর কিছু অভিলাষে|


যে ঘটনা ঘটানোর, জন্য অধীর মন
সে ঘটনা ঘটে যায়, যখন আসে সমন|


কল্পনা বহে চলে, প্রতিটি শাদির আগে
উবে যায় কল্পনা, বাস্তবে প্রতি ভাগে|


হতে কি পারিনা, রাধা-কৃষ্ণের মত!
জ্বলে যায় কেন প্রেম, ঠিক খড়-কুটো!


শুভ-পরিণয় যদি, হত খুব সাধারণ
তবে কি থাকত, দুটো মনে প্রেম আমরণ!


বিবাহ মধুর, বিবাহ শুদ্ধ, পবিত্র
কেন বিবাহত্তোর মনে, অন্যান্য চিত্র!


যেমন চলছে, ঠিক তেমনি কি চলবে!
কে জানে ভবিষ্যৎ, কতটুকু পাল্টাবে!