যার কাছে বাধা, সমস্যা নয়
সেই দূর করে, বাধার বলয়|


বাধার বলয়ে, নেই কোনো ভয়
করেও তো নেয়, বাধাকেই জয়|


বাধা শব্দটা, ভাবনায় নেই
আসলেই পাশ, কাটাতে হবেই|


চার পাশে বাধা, হয় না রে ভাই
অন্তত এক, পাশ তো খোলাই|


হতে কি পারেনা, চারপাশে বাধা!
এই ভাবনাতে, হয়ে গ্যাছো বাঁধা|


ভাবনা একটু, ঘোরাও ফেরাও
বুঝতে পারবে, ফারাক কোথাও|


এক-পা এক-পা, এগোতে এগোতে
যেই বাধা আসে, হবেই থামতে|


অস্বীকার তো, করছি না আমি
কেন চাপে পড়ে, যাচ্ছই তুমি!


দেখতেই হবে, ডান, বাম পাশ
সেখানেও বাধা, ফেলছে কি শ্বাস!


ধরেই নিলাম, সেখানেও বাধা
তবুও কি হাল, ছেড়ে দেব দাদা!


স্থির থাকতে কি, পারেই জীবন!
স্থির মানেই তো, শেষ প্রয়োজন|


চলতেই হবে, যে পথেই হোক
বিকল্প পথ, খুঁজবেই চোখ|


গড়তে হবে না, কোনো নব পথ
পিছনের পথে, চালাও না রথ!


ঠিকই শুনেছ, বলছি পিছন
পিছনে কি করে, এগোবে জীবন!


শুধু জেনে রাখো, স্থির হওয়া নয়
স্থির থেকে, শুধু পাওয়া যায় ক্ষয়|


এক পথ খোলা, থাকে সর্বদা
এটা মানলেই, দূর হবে বাধা|


যে বাধাকে দূর, করাই যায় না
তার চেষ্টাও, করা উচিত না|


কিছু বলিদান, করলেই হয়
মন থেকে বাধা, দূরে চলে যায়|


হতেই পারেনা চারপাশে বাধা!