ইচ্ছা কারো অধীন।
।।সুবীর সেনগুপ্ত।।


কে যাবে, কে যাবে না
কে আসবে, আসবে না
যাওয়া আসা, ইচ্ছার ধারণার ফল...
স্বাধীনতা সকলের
এতে নেই হেরফের
ইচ্ছাকে বেঁধে রাখা, অনুচিত বল।


আসলে কি ভালো হবে!
নাকি গেলে ভালো হবে!
জানা যাবে আগামীতে, আসা-যাওয়া হলে...
ফল ভালো, বা তা নয়
এ ছাড়া, আর কি হয়!
বিষাদ বা খুশী নিয়ে, দিন যাবে চলে।


সম্মতি নিয়ে যাওয়া
দুই-ইচ্ছা, এক হওয়া
এক স্বাধীনতাকেই, করা হলো ভাগ...
খুশী হলে, ভাগ হবে
দুঃখেও, তাই হবে
কেউ কাটবে না কোনো, দোষ দিয়ে দাগ।


নাবালক জীবনের
ইচ্ছাটা অপরের
এখনো আসেনি, স্বাধীনতা পুরোপুরি...
যে যাবে, বা আসবে
অনুমতি হাসবে
এখানে দ্বায়িত্ব তার, হবে না তো চুরি।


যে মানুষ পরিণত
সব ইচ্ছা অবগত
তার যাওয়া আসা নিয়ে, সেই শুধু ভাবে...
ফল ভালো, সেই খুশী
ভালো না হলে, সে দোষী
সাজা দেবে নিজেকেই, যেটা অনুভবে।


ইচ্ছা নয় স্বাধীন
ইচ্ছা কারো অধীন
চালনা করতে লাগে, দৃঢ় মনোবল...
যার মনোবল কম
তার ক্ষতি হরদম
তার ইচ্ছা বেখেয়ালী, অযাচিত ফল।