কেউ তো বলেনি লিখতে আমায়
নিজের ইচ্ছা, তাই তো লিখছি
এই ইচ্ছার কি কারণ, তাই ভাবছি|


ইচ্ছার কোনো কারণ কি হয়!
হয়ত বা হয়, হয়ত বা নয়
কারণ-রহিত ইচ্ছা কি তবে সংশয়!


ইচ্ছা কি নয় জীবনে চলার প্রেরণা!
সব ইচ্ছা কি হয় প্রেরণার উৎস!
কখনোই নয়, কিন্তু ইচ্ছা হবে না নিঃস্ব|


সম্ভব নয়, ইচ্ছাকে দূরে রাখা
হতেই থাকবে করণে বা অকারণে
শুধু তাই নয়, ইচ্ছা তো জেগে ওঠেও স্বপ্নে|


ইচ্ছা তো হয়, 'আমি ভালবাসি'
এমন ইচ্ছা তোমারও তো হয়
হয় না কি, বলো! এ তো নয় কোনো বিস্ময়|


কত যে বিষয় ইচ্ছাকে জুড়ে
প্রত্যেকে হয় ইচ্ছার বশীভূত
ইচ্ছা হবে না কারো কাছে অনাদৃত|


'ইচ্ছা' বুঝতে পারেনা প্রভেদ
লক্ষভ্রষ্ট, সেও ইচ্ছাতে জোড়া
কাজ উত্তম কিংবা অধম, ইচ্ছা দিয়েই মোড়া|


ইচ্ছে হলেই, গেয়ে উঠি গান
সুর বা বেসুর, তাতে নেই মন
এরকম সব ইচ্ছা নিয়েই তপোবন|


লিখতে বলেনা, তাও লিখে যাই
কথা না শুনেই কত করে যাই
আসলে ইচ্ছা, সে তো সকলের ইচ্ছাই|


ইচ্ছা কি শুধু ইচ্ছাই!