//ইচ্ছা মরবে, সইতেই হবে//


কিছু না বলেই, গেলে
অপেক্ষা করলে না শুনতে
আমার যা কথা ছিল
দিলে না সুযোগ, তুমি বলতে|


কথোপকথনে লাগে
অন্তত দুই মন, জানো না!
এক তরফের কথা
কোনো মানে, খুঁজেই যে পায় না|


'চলে যাওয়া', হয় না যে
কোনো এক অনন্য ঘটনা
কেউ চলে যায়, বলে
আর কেউ, বলতেই চায় না|


'না বলে' যাওয়ার দলে
করেই নিয়েছ তুমি স্থান
ভেবেই নিয়েছ নাকি
এই স্থান বাড়াবেই সন্মান!


কিছু সহে নিতে হয়
এটা সব জীবনে প্রযোজ্য
ভালো যদি নাও লাগে
করতে হবেই কিছু সহ্য|


শাঁখের নিনাদ বেশ
ভালবাসি, তাই আমি শুনতে
আজকে কোথায় পাই
সে আওয়াজ জনতার ভীড়েতে!


ইচ্ছার মরন যে
কত সহে নিয়েছি, কি বলব!
আর এক ইচ্ছা আজ
মৃত হলো, অসাধেই মানব|


তোমার একটা মত
বাধ্য করেছে চলে যেতে
দিয়ো সেই মতটাকে
পুরোপুরি সন্মান আগামীতে|


ছাড়াছাড়া যত মত
আনতে পারে না মনে উচ্ছ্বাস
ছাড়াছাড়া মতগুলো
নিশ্চয়ই জীবনের অভিশাপ|


হটাৎ এসো না ফিরে
আর এক মনকে দিয়ে দুঃখ
ভেবনা আমার কথা
আমি হারাব না স্থির লক্ষ্য|


সুবীর সেনগুপ্ত