সাধ কত ছিল, ছিল শত শত ইচ্ছা
কামনা বাসনা প্রায়শঃই দিত ডাক
ইচ্ছা ও সাধ আজ কেন নির্বাক!


চাওয়ার ধারণা ছিল গতি নিয়ে ব্যস্ত
পাওয়ার আশায় আরো চাওয়া জুড়ে যেত
চাওয়া পাওয়া থেকে কি করে আজকে নিরত!


মন ছুটে যেত কত শত অকারণে
কারণে ছুটত সাথে নিয়ে দৃঢ় বিশ্বাস
হত না কখনও প্রতিপাদ্যের দাস।


মন সাদা ছিল, কালোকে রাখত দূরে
কোথা থেকে ছুটে এসে গেল এত কালো!
ঢেকে গেল সাদা সবই কালোর চাদরে।


গ্রীষ্মে গরম সহয়া যেত অবলীলায়
শীতের গরমে আজ কেন হই কাত!
এ কেমন পরিবর্তন যাতে অসহায়!


সে দিনের ভাবনাতে ছিল শুধু বিশ্বাস
আজ ভাবনাতে প্রতি শ্বাস জুড়ে ভয়
তীরে পৌঁছেছি, তবে কেন এত সংশয়!


ছিল শৈশব, ছিল কৈশোর, ছিল যৌবন
পাল তুলে তরী চলেছিল মাঝ বয়সে
সেই পাল আজ ছিঁড়ে গেছে অনায়াসে।


সাধ এর উৎপাদন হয়ে যায় মনে
মন করে যায় সাধকে অভিবাদন
অপূর্ণ সাধ গড়ে দুঃখের আবরন।


আমরা হলাম সাধ ইচ্ছার বশ
পারি কি আনতে সাধ ইচ্ছাকে আয়ত্তে!
নাকি হেরে যাই নিজেদেরই ঔদ্ধত্যে!