//ইচ্ছার যোগসূত্র হারিয়ে গেছে//


ইচ্ছা তো হয়, কেউ না মরুক
কাছে চলে এলে, দূরে না সরুক
এই ইচ্ছার নেই কোনো মান সম্মান...
নগ্নতা, দৃষ্টিতে না ভরুক
পথে বিঘ্নতা, দূরত্বে থাকুক
কত যে ইচ্ছা, ভাবনার নেই অবসান।


এই ধরিত্রী, প্রেমেই ডুবুক
প্রেম হয়ে যাক, সত্য স্বরূপ
বেঁচে থাকবার, হয়ে যাক মাপকাঠি...
প্রেমের স্পর্শে, হৃদয় জাগুক
মুখে মুখে প্রেম, ঘুরতে থাকুক
হোক-না জীবনে, প্রেমই চড়ুইভাতি।


ইচ্ছা তো হয়, মানুষ হাসুক
রোদনের তান, অতীতে থাকুক
প্রকৃতির উদ্যান, হয়ে যাক খেলাঘর...
ইচ্ছাও ধরি, মানুষ বুঝুক
অবিচলভাবে, ভালবাসুক
সুখের প্লাবনে, হোক-না প্লাবিত অন্তর।


ভীষণ ইচ্ছা, ক্রোধ উবে যাক
দ্বন্দের ছড়ি, আড়ালেই থাক
সকলেই হোক, সকলের সাথী জীবনে...
সমতা, ছড়িয়ে পড়ুক সামনে
থাক মানবতা, সবার স্মরণে
আমার ইচ্ছা, শুধু কি আমার মনে!


আমার ইচ্ছা, যত আগে যায়
ইচ্ছা ততই, চমক হারায়
আর তারপরে, লুকিয়েও পড়ে আড়ালে...
নব ইচ্ছার আশাও মরেছে
ইচ্ছার যোগসূত্র কেটেছে
নাম লিখিয়েছি, ইচ্ছাবিহীন দলে।


আমার ইচ্ছা ভালো বা মন্দে
পূর্ণতা পায় খন্ডে খন্ডে
এই পরিণাম, আমায় করে বিরক্ত...
আমি তো চাই না, ইচ্ছা করতে
মন চলে যায় ঠিক বিপরীতে
অপুরিত, বহু ইচ্ছাতে মন সিক্ত।


সুবীর সেনগুপ্ত