সেই যে পুরোনো ইচ্ছাটা ছিল মানে
যাকে সাথী করে এগিয়ে এসেছি পথ
সেই ইচ্ছাটা মর্মেই ছিল মিশে
আজ ইচ্ছাটা হয়ে গেছে ফিকে সম্পদ|


সেই ইচ্ছাটা, যদিও আসে না মনে
কিন্তু এ মন, ইচ্ছে রহিত নয়
নতুন ইচ্ছে, যা আসেনি এতদিন
কেন এই মনে, হচ্ছে আজ উদয়!


ইচ্ছে আসবে, অনাহূত হয়ে জীবনে
দখল করতে চাইবে, মনের অংশ
ভরতে চাইবে, এই মনে কিছু শংকা
করতে চাইবে, জীবনটাকেই ধ্বংস|


এত কেন ভাবি, হারিয়ে পুরোনো ইচ্ছা!
এত ভাবিনা তো, হারিয়ে আয়ুর ভাগ
ইচ্ছের স্থান, তবে কি আয়ুর ঊর্ধে!
দ্বন্দের মাঝে, মন ভরে শুধু রাগ|


কত যে ইচ্ছে, প্রতিটি জীবনে, কে জানে!
জীবনের শুরু, ইচ্ছে দিয়েই হয়
শাশ্বত হয়ে, থাকবে কি আজীবন!
থাকুক, করুক, এ জীবন মধুময়|


পুরোনো ইচ্ছে, নতুন হয়েও জাগে
নতুনের সাথে, মিলে মিশে করে ভীড়
এই ভীড়েই কি, ইচ্ছে হয় বিনষ্ট!
হয় কি মনের গঠন, নষ্ট নীড়!


ইচ্ছে পুরোনো, কিংবা নতুন, যা হোক
শ্রেণীবিভক্ত করার, আছে প্রয়োজন
এই ক্ষমতায়, যেই মন হয় পুষ্ট
ইচ্ছেকে নিয়ে, সে মন অসাধারণ|


ইচ্ছেরহিত হতেই পারেনা কোনো মন