মন ভাবছে, মন ভাববেই
এই ভাবনার কোনো কূল নেই|
মন হাসছে, মন হাসবেই
কাঁদছে কখনো, তাও তো হবেই|
মন ডাকছে, মন ডাকবেই
থামানো যাবে না ডাক কিছুতেই|
মন বলছে, মন বলছেই
বলা অনুভবে, মানতে হবেই|
মন দেখছে, মন দেখবেই
আঁখিহীন দেখা, তাও ভুল নেই|
মন পড়ছে, মন পড়বেই
বেশী পড়াটা কি ভুল হচ্ছেই!
মন খেলছে, মন খেলবেই
কার সাথে খেলা, মন জানবেই|
মন বুঝছে, মন বুঝবেই
না বোঝার হলে, ভুলে থাকবেই|
মন রাগছে, মন রাগবেই
রাগার কারণ কিছু থাকবেই|
মন সাধছে, মন সাধবেই
রাগ থেকে দূরে যেতে তো হবেই|
মন রাখছে, মন রাখবেই
কিছু কিছু পরে কাজে লাগবেই|
মন মেলছে, মন মেলবেই
স্মৃতি নিয়ে মন, থাকে যে মনেই|
মন আনছে, মন আনবেই
যেটা ভাল লাগে, শুধু সেটাকেই|
মন থাকছে, মন থাকবেই
মনের মতন মন মাতিয়েই|


মন ছেড়ে চলে যাবে না কোথাও
মন তো আছেই, ভাবছো উধাও|
মনটাকে ভালবাসলেই হবে
যা চাই সেটাই মন ছেয়ে রবে|