//যা হয় সেটা মানতে থাকি//


কোথায় মিলছে কোনো কিছু!
বলতেও কিছু পারছি না
এই পরিবেশ, সামাল দিতে
কি করব তা, বুঝছি না|


ডাইনে গেলে, থামতে বলে
বাঁয়ে যাওয়ার প্রস্তুতি
ওদিক থেকেও, বাধা আসে
এ কী হলো দুর্গতি!


হরির স্মরণ, করতে থাকি
এ ছাড়া আর উপায় কি!
জীবন চলে, সময়ও যায়
যা হয়, সেটা মানতে থাকি|


সামলাতে এই জীবনখানি
মাথায় থাকে অনেক কিছু
সবই করার প্রয়াস চলে
এটার সেটার করি পিছু|


ঠিক তখনই, বুঝতে পারি
পিছু করার, কী ঝাপটানি  
এদিক যেতে, অধিক ঘুরি
ইচ্ছাতে নয়, চাপ যে মানি|


দাদাগিরির, ভীষণ প্রভাব
তোমার আমার সবার উপর
পাড়ায় পাড়ায়, দাদারা সব
বলবে যেমন, সেটাই খবর|


বাঁচার চিন্তা, দ্বিধাহীনভাবে
দ্বিধার থেকে, মুক্তি কোথায়!
এ প্যাঁচ, ও প্যাঁচ চারিদিকে
প্যাঁচের মধ্যে, দ্বিধা জড়ায়|


মিলছে কিছু, কোথাও কোথাও
'কোথাও' দিয়ে হচ্ছে না কাজ
সম্যক পেতে, চাইছে যে মন
চাওয়াই পাচ্ছে, চাওয়াতে লাজ|


সুবীর সেনগুপ্ত