//যা ইচ্ছা তাই করা যায় নাকি!//


এই বাতিটাকে নিভিয়েই দিলে
ঐ বাতিটাকে নেভালে না কেন!
তুমি কি করবে যা হবে ইচ্ছে!
অন্যের কথা ভাববে না কেন!


তোমার ইচ্ছা লাগাবেই কাজে
যে যাই বলুক, নেবে না তো কানে
তুমি কি ভেবেছ, করছ যা ন্যায়!
বাহবাই পাবে প্রতি ক্ষণে ক্ষণে।


তোমার চিন্তা জানেনা বেঁকতে
উঁচুতে নীচুতে যেতেও পারেনা
জানেনা খেলতে পরিস্থিতিতে
এ যে অজ্ঞতা, মানতে পারেনা।


তুমি খুব জেদী, জেদে ডুবে থাকো
তাই তো তোমার ভাবনা অগম
সেই ভাবনাকে লাগিয়েই কাজে
ওলটপালট করো হরদম।


ক্ষণে ক্ষণে ভুল সামনে আনছ
ভুলগুলো ছোট, তাই স্বান্তনা
যাঁরা আশেপাশে, তাঁরা সয়ে গেছে
তুমি ভেবে নাও সঠিক ধারণা।


বৃষ্টিধারার মতো কাজ করো
বৃষ্টি কখনো সময় মানে না
কি কাজ করবে, আর কি কারণে
অনুমান করে ঠিক যে হয় না।


অনেকের মাঝে তুমি যে ভিন্ন
সেই ভিন্নতা জানা কি তোমার!
জানতে পারলে হতে সাধারণ
কাজগুলো পেত বুদ্ধি বিচার।


করে যাও ভুল, ভাবো সেটা ঠিক
একই ভুল করে যাও বারবার
ঠিক আর ভুল ব্যাখ্যা হারায়
তোমার ইচ্ছা হয় দূর্বার।


পরিবর্তন আনতেই হবে
তা না হলে তানা শুনতেই হবে
তুমি ঠিক করো, কোন পথে যাবে
জীবন তোমার, তোমাতেই রবে।


সুবীর সেনগুপ্ত