যা সাম্প্রতিক, ক্ষণেরই প্রতীক


প্রতিক্ষণ আছে
জীবনের পাশে
তাই জুড়ে জুড়ে প্রতিদিন...
প্রতিক্ষণ বাঁচা
জীবনের আশা
ক্ষণ দূরে যায়, যায় দিন।


ক্ষণ অফুরান
কার এই দান!
এই নিয়ে কেউ ভাবে কি!
ক্ষণগুলো ধারা
দিন রাতে ভরা
মাস ও বছর মাপে কি!


ক্ষণ ধরে ধরে
চলছি এগিয়ে
তুমি আমি আর সব প্রাণ...
এগিয়েও ঠাঁই
ক্ষণেই যে পাই
ক্ষণের হিসেবে নেই টান।


ঘটিকা প্রহর
তাতেই আদর
ক্ষণ অনাদরে থেকে যায়...
শ্রদ্ধাও নেই
সম্মানও তাই
কাছে থেকেও তো ক্ষীণকায়।


যা সাম্প্রতিক
ক্ষণেরই প্রতীক
সেটাই রাখলে ভাবনায়...
প্রতিক্ষণ রবে
জীবনে সরবে
প্রাণ হবে উপযোগী যান।


সুবীর সেনগুপ্ত