বলে যায় নি যে, জানব কি করে!
আর জিজ্ঞাসা করো না
তাড়িয়ে দিইনি, সেটা আমি জানি
কি করার আছে, বলো না!


কার ইচ্ছাতে কি যে ভরা আছে
পারে নাকি কেউ জানতে!
প্রতি পলে হয় ইচ্ছে বদল
কেউ পারবে না থামাতে|


যেতে চায়, তাই কেউ চলে যায়
ইচ্ছাতে চলি আমরা
ইচ্ছারহিত পদক্ষেপ নেই
সবই ইচ্ছার ধারা|


যে আপন হয়, সেই চলে যায়
পর তো দূরেই থাকে
বিধির বিধানে থাকবে কে পাশে
কে তার হিসেবে রাখে|


সাথে থাকলেই হয়ে যাবে সাথী
হবে নাকি চিরসাথী!
বিচলিত করা এই প্রশ্নের
জবাবে নেই সম্মতি|


কাছে টানবার প্রবল বাসনা
সকলের আছে প্রায়
কাছের মানুষ দূরে চলে গিয়ে
দুঃখই রেখে যায়|


কে কখন যাবে, আর কেন যাবে
জানলে উঠবে প্রশ্ন
তার থেকে ভালো যাক অজান্তে
আড়ালে ভাঙব স্বপ্ন|


স্বপ্ন ভাঙছে অগুণিত হার এ
রাখবে কে পরিসংখ্যান!
ভাঙতে থাকবে আগামীর দিনে
করতে হবে না সন্ধান|


কেউ পাশে এসে হয়ে গেলে সাথী
কিছু তো সময় কাটবে
সেই সময়ের খুশীর যা রেশ
তা কি নিয়ে যেতে পারবে!