পাঁচ আর চার জুড়ে দিলে নয়
সকলেই জানে, জানাতে না হয়|
সকলে জানে কি গাছের গুড়িতে
উঁইপোকা কেন বাসা বেঁধে রয়!


জানাতে হয় না গাছে ফোটে ফুল
হারাবার পরে ভাঙে সব ভুল
তবুও সকলে হারাবার আগে
ভাঙে না কেন যে হারাবার ভুল!


সকলেই জানে হাঁটলেই হাঁটা
থাকলেই বসে, সে তো অলসতা
হাঁটতে বেরিয়ে কেন বসে থাকা!
এর কারণ কি বেশী অলসতা!


সকলেই জানে ভাসে কেন কাঠ
লোহা তো ভাসেনা, হলে বিভ্রাট
ভাবেই আনেনা জাহাজ তো ভাসে
লোহা দিয়ে গড়া, তাও বিভ্রাট|


সকলের জানা বাহানা বাদল
এ দিয়ে হয় না কেউ তো সফল
জেনেও যে ধরে শুধু বাহানাকে
কেন বারেবারে অসফল চাখে!


সকলে জানে কি জাম কেন কালো!
শুরুতে সবুজ ছিলনা কি ভালো!
সকলে জানেনা, কিন্তু ছাড়েনা
ডজনে ডজনে খেয়ে বলে, ভালো|


চার পাঁচ জুড়ে আর কি কি হয়!
সবাই বলবে নয় ছাড়া নয়
সবাই জেনেছে ঠিকটাই ঠিক
ঠিকটাকে ভুল মানতে না চায়|


সকলে জানেনা, জানতে পারেনা
কোথায় শরীরে মনের ঠিকানা
সকলেই শুধু ধারণাই করে
ধারণাই ঠিক,  ভাবনার ঘরে|


সকলেই জানে, তাই তো বলেনা
মানব না ভুল, যতই হোক না
ভুল মেনে নেয়, করে কাজ ঠিক
করে ভয়ে ভয়ে, নয় নির্ভীক|


সকলে জানুক, কিংবা তা নয়
যা জানে, তাতেও কেন সংশয়!
কম জেনে এই জীবন থামেনা
জানা নিয়ে, কেন এত আলোচনা!


জানা ও না-জানা