//জানা ও শেখায়, হয় না তর্ক//


মেনেছে, তাই তো সহজে জেনেছে
করার সময়, করেও ফেলেছে
কাজ শুরু করে, থামতে হয়নি
অযথা ভাবনা, সামনে আসেনি।


মেনে নিলেই কি সব জানা যায়!
কার কি যে মত, হবে এ কথায়!
কতই তো মানি, করতে তুষ্ট
তেমন কি হই, জ্ঞানেই পুষ্ট!


জানব কি শুধু, স্কুল কলেজেই!
জানা, ক্ষণে ক্ষণে লেগে যে আছেই
সবাই জানছে, কেউ বাদ নেই
জানতে না চায়, তাও জানবেই।


ডাকতে হয় না, কাউকেই ক্ষণ
ক্ষণ না পাওয়ার, নেই যে কারণ
অলসের আছে ঠিক তত ক্ষণ
যত পেয়ে যায়, কর্মঠ মন।


তোমার আমার, জানা অসমান
এমনই থাকবে, প্রকৃতির দান
প্রত্যেক ক্ষণে, জানা বাধাহীন
বিশেষ যা জানা, হয়ত কঠিন।


অজানা জানার জন্যই মন
নব জানাতেই, আসে জাগরণ
অনেক জেনেও, জ্ঞান অপূর্ণ
পূর্ণ জ্ঞানের, কোথায় আসন।


'জানতেই হবে', এ তো বলা যায়
এও বলা যায়, 'শিখতেই হবে'
জানবার তরে, প্রশ্ন সাধন
শেখার জন্য, উৎসাহ ধন।


জানা যদি হয়, প্রথম লক্ষ্য
তবে শেখা হবে, দ্বিতীয় কক্ষ
জানার পরেই, শেখার প্রশ্ন
শেখা শেষ হলে, হবেই দক্ষ।


জানা আর শেখা, জীবনের পাখা
জেনে আর শিখে উড়বে জীবন
নিরক্ষর যে হতে চায়, হোক
পারবে কি হতে! মানছে না মন।


সুবীর সেনগুপ্ত