//জানা অধিকার//


লোক তো জেনেছে
লোক তো জানবে
লোক কি গবেট হতেই চাইবে!
বুদ্ধিকে কাজে লাগিয়েই লোক
এটা ওটা সেটা জানতে থাকবে।


জানবে আবালবৃদ্ধবনিতা
জানবে না নিয়ে কোনোই সমতা
যে যাঁর ইচ্ছামতন বিষয় বাছবে...
শখ জুড়ে আছে জানাতেও, তাই
জ্ঞানের বিষয় বিভিন্নতায় থাকবে।


জানা অধিকার
জানা বারবার
কেন কেউ এই অধিকার ছেড়ে দেবে!
যে যাঁর ধারণা প্রয়োগ করেই
জ্ঞান আহরণে নিজেকে ব্যস্ত রাখবে।


জ্ঞান আহরণ
খুব সাধারণ
অনাহূত জ্ঞান সকলেই পেয়ে যাবে...
চাওয়াচায়ীহীন এই জ্ঞানগুলো
সাধারণ জ্ঞানে চিহ্নিত হয়ে যাবে।


কার কত জ্ঞান
কত পরিমাণ
এই সব তথ্য অবধারণ কি হবে!
সামান্য কিছু যদিও বা হয়
পরিমাণ সব আড়ালেই থেকে যাবে।


মানুষ জেনেছে
জেনে এগিয়েছে
এগনো অসীম, এই কথাটা তো মানবে!
জ্ঞানের বাহার আমোদে পুলকে
নির্দিষ্ট এক পথকেই ধরে রাখবে।


সুবীর সেনগুপ্ত