জানার সীমানা স্বতন্ত্র।
।।সুবীর সেনগুপ্ত।।


কি জানব আর, কি যে জানব না
বলে দেবে তুমি! সেটা তো ঠিক না
তুমি কি জানবে, আমি বলে দেবো!
সেটাও যে ঠিক, তাও বলছি না।


কে কি জানবে তা, তারই ভাবনা
গড়ে নেবে তার, জানার সীমানা
সীমানার পারে, যাবে কি না যাবে
সেটা তার,অধিকার কি হয় না!


সকলের জানা, একই তো হবে না
এটা সকলের, বেশ আছে জানা
তবুও জানায়, দখল কেন যে!
আমার মাথায়, এটাই ঢোকে না।


জানার প্রথমে, একটাই কণা
এক কণা জেনে, হয় এক ধারণা
তারপরে আসে, বেশী আর কম
কাটতেও পারে, সে জানার ডানা।


কত যে জানার, নেই তো ঠিকানা
কোনটা কে বাছবে, নেই কোনো মানা
যে যার ইচ্ছে, কাজেই লাগাবে
সেই ইচ্ছাতে, কেন দড়ি টানা!


চলতেই থাকে, জানা একটানা
যাকে বোকা ভাবি, তারও হয় জানা
পাগল ছাগল, কেউ বাদ নেই
সময় থামে না, জানাও থামে না।


জানায়, আসল নকল হয় না
আর কোনো জানা, তুচ্ছ হয় না
প্রত্যেকদিন, প্রতিটি মানুষ
তাই জানা থেকে, বিরত হয় না।


জানার অন্ত, কেউ দেখবে না
জানলে অধিক, আসবে প্রেরণা
জানা হয়ে যাবে, জ্ঞানের প্রতীক
আকর্ষণের হবে কারখানা।


যে জানতে চায়, জানতে দাও না
যা জানতে চায়, তাই জানাও না
যার যার মত, তার কাছে থাক
স্বাধীন হয়েই, বেঁচে থাক জানা।