জানা ছিল নাকি আমি জন্মাব
এ দেশ ভারতবর্ষে!
জানাও ছিল না আমি খুশী হব
তোমার কোমল স্পর্শে|


জানা আছে হবে পরিবর্তন
প্রতি পল আগে গেলে
কি রকম হবে পরিবর্তন
জানা যাবে হয়ে গেলে|


জানা ছিল না তো লিখব কখনো
ছন্দ ভরিয়ে কবিতা
জানতাম না তো করব প্রকাশ
আমার মনের কথা|


জেনে শুনে আমি জানিয়ে দিয়েছি
কি ভাবছে এই মন
কেন জানাচ্ছি! কি হবে জানিয়ে!
আছে কি এর কারণ!


জানিয়ে দিয়েছে শৈশব থেকে
বিশ্বাসে আছে কূল
নিজেই জেনেছি অভিজ্ঞতায়
বিশ্বাসে বেশী ভুল|


জানা ছিল সেই কৈশোর থেকে
বেঁচে আছি এই শরীরে
জানা আছে হবে শরীর ধ্বংস
প্রাণ প্রয়াণের পরে|


জানতে পেরেছি যৌবনে আমি
করতেই হবে আয়
এই জানাতেই সঁপতে হয়েছে
দিনের বেশী সময়|


আমার যা জানা, তাই তুমি জানো
একটু আধটু ভিন্ন
জানা জ্ঞান নিয়ে তুমি আর আমি
হয়েছি কিন্তু ভিন্ন|


মানুষ জানতে চেয়েছে অজানা
কিছু জানা গেছে নিশ্চিত
সে সব জেনেই বেড়ে গেছে সুখ
কৃত্রিম সুখ নয় জিৎ|


সকলেই জানে কি ভালো মন্দ
পরিণাম সব ভালো কি!
না জেনেও বেশী, চলে এ জীবন
বাস্তবই তার সাক্ষী|


জানলেই জানা, না হলে না জানা
খুব সাধারণ মন্ত্র
জ্ঞান ব্যবহার অন্বর্থ না হলে
বিকল হবেই যন্ত্র|


জানলেই জানা, না হলে না জানা|