//যাওয়া আর আসা, ব্যস একবার//


একবার আসা, সে তো হয়ে গেছে
বাকী রয়ে গেছে, একবার যাওয়া
আর কোনো কিছু নয় একবার
সেই কারণেই করছিও ধাওয়া।


একবার যাওয়া যেদিন ঘটবে
বাকী সব সহমরণেই যাবে
করা হয়ে গেছে যা যা বারবার
মূল্যহীনের দলে জুড়ে যাবে।


একবার আসা ছিল না প্রভাবে
একবার যাওয়া, প্রভাব অভাবে
বাকী সব কিছু প্রভাবের ঘরে
এতেই মানুষ খুশীর স্বভাবে।


সুবীর সেনগুপ্ত