//যে চাষ করে সেই আসল//


যার মাটি তার ফসল হবে
যে চাষ করে, তার তো নয়
সে যে মজুর বলেই গণ্য
মজুর হয়েই দিন কাটায়।


মালিক নিজেই চাষ করলে
তার তো হয়না মজুর নাম
মজুর মানেই গরীব হবে
ঠিক কি এমন সর্বনাম!


যে কেউ হতে পারে মালিক
কল-কারখানা আর জমির
মালিক হয়ে কি আর করবে!
কাজ না করলে গরীব বীর।


মজুর যদি কাজ না করে
চাষীর যদি খোঁজ না পায়
কল-কারখানা থাকবে বন্ধ
চাষের জমি শুকিয়ে যায়।


মজুর শ্রমিক এরাই তো সব
করতেই থাকে পরিশ্রম
সেই কারণেই মালিক ধনী
মজুর শ্রমিক ভাগেই কম।


শহর নগর গ্রাম ও গঞ্জ
ভরেই আছে মানুষজন
সবাই হতে চাইছে মালিক
হয় না পূরণ সব স্বপন।


মজুর শ্রমিক থাকতে হবে
না হলে নেই উন্নয়ন
তাদের কেন তুচ্ছ করা
এটাই কি ন্যায় আচরণ!


আজকে যারা মজুর শ্রমিক
এখন তারা খুব সজাগ
তাদের দাবী কাজের থেকে
উচিৎ মূল্যে সমান ভাগ।


সুবীর সেনগুপ্ত