//যে হাল ধরেছি, ধরেই থাকব//


যে হাল ছাড়িনি এতদিন আমি
কেন ছেড়ে দেবো আজ সেই হাল
পড়ন্ত বেলায় দেখতে চাই সকাল।


যে হাল ধরেছি, ধরেই থাকব
ছোট তরীতেই জীবন ভাসাব
চেনা জীবনের চেনা চেনা রঙ মাখব।


একটাই হালে সঁপেছি জীবন
আর কোনো হাল অচেনা স্বপন
ধরে রাখা হাল চাইনা ছাড়তে আজীবন।


শৈশবে আমি ধরিনি তো হাল
কৈশরে ধরে হইনি বেহাল
যৌবনে এসে ধরেই পেয়েছি তাল।


যে হাল ধরেই পেয়েছি শান্তি
সেটাই দিয়েছে আমাকে দান্তি
আসতে দিইনি এই মনে কোনো ভ্রান্তি।


ধরতেই হবে, ধরেছিও হাল
সাথে সাথে আমি তুলেছিও পাল
এক হাল আর এক পাল মম ঢাল।


সুবীর সেনগুপ্ত