//যে কাজ এখন, তাতেই পুরো মন//


লিখছি যখন শিখছি কিছু
করছি ধাওয়া কথার পিছু
ঘুমোই যখন শুধুই স্বপ্ন পাই
চড়ছে গরু গাছে স্বপনেই।


মাখছি আটা গড়ছি রুটি
খাচ্ছি গরম, কোথায় ত্রুটি!
রাখছি কথা, দিচ্ছি আমি যখন
তাই করছে মানুষ আমায় স্মরণ।


কিনছি যখন করছি যাচাই
এই প্রয়াসেই পয়সা বাঁচাই
ভাবছি যখন, ডুবছি আমি ভাবেই
লেখার খোরাক জুটেও যাচ্ছে তাতেই।


করছি যখন সবজী বাজার
তখন কেনায় নেই উপহার
হাঁটছি যখন, কেবল হেঁটেই চলি
তখন কি আর ঘুমের মধ্যে ঢুলি!


সাধছি যখন, রাগ নিরুদ্দেশ
আরেক মনে করছি প্রবেশ
শুনছি যখন খেয়াল কিংবা গজল
রাখছি দূরে যত প্রার্থিব ছল।


ডাকছি যখন আদর ভরে
নিজেই খুশী গলার স্বরে
করছি আশা আসবে মধুর সাড়া
এসেও তো যায়, হৃদয় আত্মহারা।


নিচ্ছি কানে তোমার কথা
খুলছে বিশ্লেষণের পথটা
ব্যাখ্যা দিচ্ছে খুব আনন্দ পাতে
বুঝি তখন জীবন সরলরেখাতে।


সুবীর সেনগুপ্ত